হজের মৌসুম এলে হৃদয়পটে যার স্মৃতি ঝলমল করে, তিনি জাতির পিতা ইবরাহিম (আ.)। তার আনুগত্যের অনুশীলন হয় হজ ও কোরবানিতে। ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের মাধ্যমে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন সফলতার শীর্ষ চূড়ায়। ফলে আল্লাহতায়ালা তাকে বানিয়েছেন মানবজাতির ইমাম। তার ত্যাগী জীবনের প্রতি আমাদের উৎসাহিত করেছেন